৩০ মাঘ, ১৪৩১ - ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ - 13 February, 2025

কাউনিয়ায় প্রতিবন্ধীর জমি দখলের পায়তারার অভিযোগ

আমাদের প্রতিদিন
3 weeks ago
54


কাউনিয়া( রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার নিজপাড়া গ্রামের প্রতিবন্ধী শাহজাহানের জমি দখলের পায়তারার অভিযোগ ওঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আজ (২১ জানুয়ারি) মঙ্গলবার বিকেলে প্রতিবন্ধীর শাহজাহানের বাড়ীতে সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ তুলে লিখিত বক্তব্য পাঠ করেন ভাগিনা আতাউর রহমান। তিনি বলেন, তার মামা শাহজাহান একজন প্রতিবন্ধী। পৈতৃকসূত্রে নিজপাড়া মৌজার আরএস ৫১১৭ দাগের ১৪ শতক জমি তার প্রতিবন্ধী মামা শাহজাহান ভোগদখল করে আসছেন। প্রতিবেশি আব্দুস সাত্তার ও হোসেন আলী উক্ত জমি নিজের দাবী করে বিভিন্ন সময় দখলের পায়তারা চালিয়ে আসছে। কিন্তু শাহজাহানের ভোগদখলীয় জমি আব্দুর সাত্তারগংরা নিজেদের দাবী করে আদালতে মামলা দায়ের করে। আদালত উভয় পক্ষের দলিলপত্র যাচাই-বাছাই ও শুনানি শেষে প্রতিবন্ধী শাহজাহানের পক্ষে রায় দেয়। আব্দুস সাত্তারগং রায়ের বিরুদ্ধে আপিল করলে আদালত শুনানি শেষে আবারও প্রতিবন্ধীর পক্ষে রায় দেয়। এরপরেও শাহজাহান ভোগদখলীয় জমি তারা বিভিন্নভাবে দখলের চেষ্টা,শান্তি শৃংখলা ভঙ্গ সহ বিভিন্ন ভাবে হয়রানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আতাউর রহমান বলেন, আদালতের রায়ের পরও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় সাংবাদিক সমাজ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছেন। সংবাদ সম্মেলনে, উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শাহজাহান, তার বড় বোন জুলেখা বেগম, চাচাতো ভাই নাসির উদ্দীন, ইউনুস আলী আরো অনেকে।

তবে জানতে চাইলে অভিযক্ত আব্দুস সাত্তার বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়।  ওই দাগে তারও জমি রয়েছে।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth