গঙ্গাচড়ায় গণঅধিকার পরিষদ এর উদ্যোগে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
গণঅধিকার পরিষদ সভাপতি ভিপি নুরুলহক নুর এর জন্মদিন উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গণঅধিকার পরিষদ গঙ্গাচড়া উপজেলার আয়োজনে গতকাল (৩১ জানুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় কোলকোন্দ ইউনিয়নের জুগিটারী মাস্টার পাড়া এলাকায় দোয়া মাহফিল শেষে কম্বল বিতরণ করা হয়।
এসময় গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজীব, সাবেক জেলা যুগ্ম সদস্য সচিব ফাহিমুল ইসলাম, কেবলাজান সজীব, উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব আব্দুল মোত্তালেব, সদস্য ইমরান আলী সরকার কায়কো, সজীবসহ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।