কাউনিয়ায় ধর্ষণ মামলার আসামী সাতমাস পর গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় গৃহবঁধু ধর্ষণের ঘটনার মামলায় আত্মগোপনে থাকা আসামী ছাইরুদ্দিনকে (৩৫) প্রায় সাত মাস পর গ্রেফতার করেছে র্যাব-১২। বুধবার রাতে বগুড়া জেলার শেরপুর থানাধীন এলাকা থেকে তাকে আটক করে। পরে রাতেই কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব-১২।
আসামী ছাইরুদ্দিন উপজেলার বালাপাড়া ইউনিয়নের চর ঢুষমাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে।
বৃহস্পতিবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ।
মামলার বরাত দিয়ে তদন্তকারী এসআই ডন কংকন জানান, গত বছরের ১৪ জুলাই ওই নারীর স্বামী বাড়ীতে না থাকার সুযোগে রাতে ঘরে ঢুকে তাকে জোড় র্পুবক ধর্ষণ করে ছাইরুদ্দিন। ওই নারীর শরীরের বিভিন্ন স্থান জখম করে ধর্ষক ছাইরুদ্দিন। ওই নারীর ঘর থেকে লক্ষাধিক টাকা চুরি করে নিয়ে যায় ছাইরুদ্দিন। ছাইরুদ্দিন ওই নারীর প্রতিবেশী চাচা শ্বশুড়। পরদিন স্বামীকে ধর্ষণের ঘটনার বিবরন জানায় ওই নারী। পরে গত বছরের ২২ জুলাই ওই নারীর স্বামী বাদী হয়ে কাউনিয়া থানায় ধর্ষণ আইনের ধারায় মামলা দায়ের করলে গা ঢাকা দেয় ছাইরুদ্দিন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল লতিফ বলেন, মামলায় দায়ের পর থেকে আত্মগোপনে যায় আসামী ছাইরুদ্দিন। পুলিশের পাশাপাশি র্যাবের আভিযানিক টিম আসামীকে গ্রেফতারে মাঠে নামে। র্যাব-১২ বগুড়ার আভিযানিক টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী অবস্থান সনাক্ত করে। বুধবার রাতে বগুড়ার শেরপুর থানাধীন এলাকা থেকে আসামী ছাইরুদ্দিনকে আটক করে। খবর পেয়ে রাতেই পুলিশের টিম বগুড়ায় পৌছে আসামীকে গ্রেফতার করে বৃহস্পতিবার সকালে থানায় নিয়ে আসে।