রংপুর জেলা হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত

মহানগর প্রতিবেদক:
হোটেল শ্রমিক নেতা দেলোয়ার হোসেন এর মৃত্যু উপলক্ষে রংপুর জেলা হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বাদ আছর নগরীর একটি কমিউনিটি সেন্টারে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে মৃত ব্যাক্তির নাজাতের জন্য ও শোক সন্তপ্ত পরিবারসহ সকলের জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ময়েজ উদ্দিন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রংপুর জেলা হোটেল-রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি সমশের আলী, কার্যাকরী সভাপতি শাহিন, যুগ্ন সম্পাদক নাজমুল হুদা, সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান, সহ সাধারণ সম্পাদক বাবু মিয়া সাবেক সভাপতি লোকমান ফারুক, সাবেক সাধারণ সম্পাদক আনিছুর ইসলামসহ ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজণীত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।