২৬ কার্তিক, ১৪৩২ - ১০ নভেম্বর, ২০২৫ - 10 November, 2025

গঙ্গাচড়ায় শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধা ও পরিবেশ দূষণ রোধে মতবিনিময় সভা ও নগদ অর্থ বিতরণ

8 months ago
527


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

গঙ্গাচড়ায় শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধা ও পরিবেশ দূষণ রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। সভায় উপজেলা নির্বাহী অফিসার শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধামুক্ত এবং পরিবেশ দূষণ রোধে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের এ উদ্যোগকে স্বাগত জানান এবং সভায় উপস্থিত সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, পরিবেশ দূষণমুক্তকরণের জন্য পলিথিনের বিকল্প হিসেবে পাটের ব্যাগ ব্যবহারের জন্য জনসাধারণকে উদ্বুদ্ধ করেন এবং এ কার্যক্রমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন। আলোচনা শেষে শিশু শ্রম, বাল্যবিবাহ, আপুষ্টি, ক্ষুধা এবং পরিবেশ দূষণ মুক্ত গ্রাম ও ইউনিয়ন গড়ার লক্ষ্যে গঙ্গাচড়ায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের গৃহিত কর্মসুচিসহ ২০৬ জন হত দরিদ্র পরিবারের প্রতিজনকে ১৮ হাজার টাকার নগদ অর্থ বিতরণ কার্যক্রম  উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আবতাবুজ্জাম চয়ন ও গঙ্গাচড়া, কোলকোন্দ, লক্ষীটারী, গজঘন্টা এবং মর্ণেয়া ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, গণ্যমান্য ব্যাক্তিবর্গ, এপির প্রোগ্রাম অফিসার খ্রিষ্টিনা ক্রশ, মো. ফারুক হোসাইন, গ্লোরিয়া রোজারিও, স্পন্সরশীপ ও শিশু সুরক্ষা কর্মকর্তা এপোলো দাস, সাংবাদিকসহ শতাধিত স্থানীয় জনসাধারণ ও যুবক এবং শতাধিক উপকারভোগীরা।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth