বীরগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার অনুষ্ঠিত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পলাশবাড়ী উন্নয়ন ফোরামের আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের বাহাদুর বাজারে উক্ত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
পলাশবাড়ী উন্নয়ন ফোরামের প্রতিনিধি মোঃ মাহমুদুল হাসান শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ওসি মোঃ সোহেল রানা, পলাশবাড়ী ইউনিনের কালী মেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টলিন রায়, ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ মোজাম্মেল হোসেন, ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ রশিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল এবং সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরেন। এছাড়া তরুণদের সচেতন করতে বিভিন্ন পরামর্শ প্রদান এবং মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার নেওয়া হয় এবং সবাইকে মাদক ও সন্ত্রাস দমনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও যুব সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।