৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বদরগঞ্জে মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

আমাদের প্রতিদিন
2 weeks ago
65


বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জে খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী। উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের দক্ষিণ খাগড়াবন্ধ মন্ডলপাড়া গ্রামে ওই খামারটি অবস্থিত। মুরগির বিষ্ঠার দুর্গন্ধের ফলে ওই এলাকার শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ আলী সাংবাদিকদের জানান, আবু তাহেরের ছেলে নূরনবীর খামারের বিষাক্ত বিষ্ঠা প্রচুর দুর্গন্ধ ছড়ায়। বাড়িতে থাকা যায় না। খেতে বসলে বমি চলে আসে। খামারের মাছি এসে আমাদের বাসা বাড়ির খাদ্যে জীবণু ছড়াচ্ছে। এতে বাড়ির বাচ্চারা অসুস্থ হচ্ছে ঘনঘন।গতবছর অভিযোগ করার পর ফার্মটি বন্ধ করে দিয়েছিল উপজেলা প্রশাসন। কিন্তু ৬ মাস বন্ধ থাকার পর আবারও চালু করছে।

স্থানীয় বাসিন্দা মাসুদ আলী দ্রুত ফার্মটি বন্ধ করার জন্য অনুরোধ জানান।

স্থানীয়দের অভিযোগ, নূরনবীর মুরগির ফার্ম থেকে প্রতিদিন বিপুল পরিমাণ বিষ্ঠা বের হয়। এসব বিষ্ঠা রাখার জন্য ফার্মের নিজস্ব নিরাপদ ব্যবস্থা না থাকায় খোলা জায়গায় যত্রতত্র ফেলে রাখছে তারা। এতে মাসুদ আলী ও তার আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। বিষ্ঠার গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা নূর মোহাম্মদের স্ত্রী মিনারা বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, ‘বিষ্টার গন্ধে অতিষ্ঠ হয়ে তাদেরকে কিছু বলতে গেলে, তারাই উল্টো ধমক দিয়ে বলে, আমাদের জায়গায় আমরা কী করি করি, আপনাদের কী? আপনারা বাড়িঘর ভাঙ্গি নিয়া এ এলাকা ছাড়ি পাঁচপীর চলি যান।

ফার্ম মালিক নূরনবী বলেন, ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে আমার জায়গায় আমি মুরগির ফার্ম চালাচ্ছি। কারো সমস্যা হলে আমার কিছু করার নাই।

জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মালিহা খানম সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth