৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

চাঁদা দাবিতে মাদ্রাসা শিক্ষকের বাড়ীর সামনে আ’লীগ নেতার বেড়া দেয়ার অভিযোগ

আমাদের প্রতিদিন
1 week ago
50


নিজস্ব প্রতিবেদক:

চাঁদা না পেয়ে বড় রংপুর কারামতিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষক হাফিজুর রহমানের বাড়ীর রাস্তা বেয়ারা দিয়ে বন্ধ করে দেয়ার অভিযোগ উঠেছে মহানগরীর মাহিগঞ্জ থানা আওয়ামীলীগের সদস্য আবু হেনা মো: মহসীনের বিরুদ্ধে। তিনি থানা আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলামের বড় ভাই। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ ঘটনা। পরে ভুক্তভোগী ওই শিক্ষক মহানগর তাজহাট থানায় লিখিত অভিযোগ দেন। এঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে ওই মাদ্রাসা শিক্ষকের পরিবার।

মাদ্রাসা শিক্ষক হাফিজুর রহমানের মামলার অভিযোগে জানাগেছে, মাহিগঞ্জ থানা আওয়ামী লীগ নেতা আবু হেনা মোহাম্মদ মহসিন, ছাত্রলীগ নেতা অমৃত,মিন্টু মিয়া,আমিনুল ইসলাম আমিন, মিলন মিয়াসহ আরো  ১০/১২ জন মিলে প্রায় তার বাড়ির সামনে এসে প্রায় সময় মাদক সেবন করতেন। এ সময় তারা চাঁদা দাবি করে, চাঁদা না দিলে বাড়ি ভেঙ্গে দেয়ার হুমকি দেয়। গত শনিবার সন্ত্রাসীরা চাঁদা নেওয়ার উদ্দেশ্যে আমার বাড়ি সামনে বাশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রাখে। তার স্ত্রী শিরিন আক্তার বাধা দিতে গেলে তাকে গালাগালির একপর্যায়ে মারতে উদ্যোত হয়। এসময় তারা দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে বাড়িতে যাতায়াতের রাস্তা চিরতরে বন্ধ করে দেয়ার হুমকি দেয়। ।

ভুক্তভোগী শিক্ষক মো. হাফিজুর রহমান জানান, ‘আমি ২০১৯ সালে এখানে বাড়ির নির্মাণ কাজ শুরু করার পর থেকেই আওয়ামী লীগ নেতা আবু হেনা মো: মহসীন আমাকে বিভিন্ন সময় আমাদের প্রাণনাশের হুমকি দিয়ে কয়েক লাখ টাকা চাঁদা আদায় করে আসছে। কোনবার চাঁদা না দিলেই এভাবে বেড়া দিয়ে আমাদের বাড়ীর সামনের রাস্তা অবরুদ্ধ করে রাখত। তিনি আবু হেনা ও তার সাঙ্গপাঙ্গদের দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবী করেন। এ বিষয়ে জানতে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কল দিলে তিনি রিসিভ করেননি।

তবে এ অভিযোগের তদন্তকারী কর্মকর্তা তাজহাট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষক হাফিজুরের বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা পাই। পরে বেড়া খুলে দেয়া হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth