৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

জুলাই যোদ্ধা গেজেটে ছাত্রলীগকর্মীর নাম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
1 month ago
126


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাটের পাটগ্রামের এক ছাত্রলীগকর্মীর নাম জুলাই যোদ্ধা গেজেটে প্রকাশ করা হয়েছে।

নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনের কর্মীর নাম গেজেট আকারে প্রকাশ করায় নাম বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা। 

রোববার (১৬ মার্চ)  দুপুর ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনজুম রাজা। তিনি বলেন, সরকার গত ৫ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ক্ষমতাবলে জুলাই গণঅভ্যুন্থান ২০২৪- এ  আহত “জুলাই যোদ্ধা”শ্রেণি- গ (আহত) প্রকাশ করে। উক্ত গেজেট অনুযায়ী  লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাফিউল ইসলাম প্রধানের ছেলে  রাসিফুল ইসলাম প্রধানের নাম গেজেটভুক্ত হয়। কিন্তু রাসিফুল ইসলাম প্রধান জুলাই-আগস্ট কোটা সংস্কার আন্দোলনের সাথে কোন প্রকার সম্পৃক্ত ছিলো না।

এ সময় তিনি আরো বলেন, গত ৪ আগস্ট ২০২৪ তারিখে পাটগ্রামে কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাথে রাসিফুল ইসলাম প্রধান শিক্ষার্থীদের উপর হামলা করে। তিনি ছিলেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। তার বাবা সাফিউল ইসলাম প্রধান একজন আওয়ামী ফ্যাসিস্টের সক্রিয় দালাল। তিনি গত বছরের ১৮ জুলাই পাটগ্রাম চৌরঙ্গী মোড়ে কোটা আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আন্দোলনকারীদের জাতীয় বেঈমান, রাজাকারের বাচ্চা এবং শিক্ষার্থীদের বিচার দাবি করেন।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা দ্রæত ওই ছাত্রলীগ কর্মীর নাম গেজেট থেকে বাতিল ও তার নাম সংযুক্তের প্রস্তাব কে করেছে তা তদন্তের দাবি করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাট জেলা কমিটির সদস্য মেরাজ হোসাইন, কবির আহম্মেদ রাব্বি, সাহিক ইসলাম ও পাটগ্রাম উপজেলার সাধারণ শিক্ষার্থী আবু মুসা মাসুম, ফরহাদ হোসেন, সোহান ও আল আমীন ইসলাম বাবু প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth