১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

পুলিশ কর্মকর্তার সাথে ১০লাখ টাকার ঘুষ বাণিজ্যের কথা ভাইরাল॥ অবশেষে লিপি খান ভরসা গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
131


অভিযুক্ত পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার, পুলিশ হেড কোয়ার্টার্স এ তলব

নিজস্ব প্রতিবেদক:

উৎকোচের টাকা নিয়ে এক পুলিশ কর্মকর্তার সাথে আলোচনার বিষয় অডিও প্রকাশ্যে সমাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর শেষ পর্যন্ত রক্ষা পেলেন না লিপি খান ভরসা। তাকে রোববার দুপুরবেলা ঢাকার গুলশানের নিজ বাসা থেকে গ্রেফতার করে রংপুর মহানগর পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টা মামলা থেকে নিজের নাম প্রত্যাহারের জন্য রংপুর মহানগর পুলিশ(আরপিএমপি) এর সাবেক ডিসি ক্রাইম মোহাম্মদ শিবলি কায়সারের সাথে ১০লাখ টাকার অঙ্ক নিয়ে কথা বলেন ব্যবসায়ী নেতা অমিত বণিকের মাধ্যমে। এই ঘটনার জেরে ওই পুলিশ কর্মকর্তাকেও প্রত্যাহার করে ঢাকা পুলিশ হেড কোয়ার্টার্স এ তলব করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান ।

পুলিশ সূত্র জানায়, লিপি খান ভরসাকে গ্রেফতারের জন্য শনিবার দুপুর থেকে ঢাকায় তার বাসাটি ঘিরে রাখা হয়। রাতভর তিনি বাসার দরজা না খোলার কারনে রোববার দুপুরে ম্যাজিষ্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ বাসার দরজা ভেঙ্গে তাকে গ্রেফতার করে। তিনি সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাসিমা জামান ববির সাথে পারিবারিকভাবে ঘনিষ্ট ও আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেলে নগরীর গ্র্যান্ড হোটেল মোড় থেকে আন্দোলনকারীরা একটি মিছিল নিয়ে সিটি বাজারের সামনে অবস্থান নেন। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা অস্ত্র নিয়ে তাদের ওপর গুলি চালায়। এতে গুলি লেগে অনেকেই আহত হন। এ ঘটনায় গত বছর ১৩ নভেম্বর মহানগর কোতোয়ালি থানায় গুলিবিদ্ধ মামুনুর রশিদ মামুন বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেন। লিপি খান ভরসা এ মামলার এজাহারভুক্ত ১৭৯ নম্বর আসামি।

উল্লেখ্য ওই মামলা থেকে নিজের নাম বাদ দিয়ে মামলার চার্জশীট দেয়ার জন্য তিনি রংপুর মহানগর পুলিশ(আরপিএমপি) এর সাবেক ডিসি ক্রাইম মোহম্মদ শিবলি কায়সারের সাথে যোগাযোগ করেন। এজন্য তিনি ওই পুলিশ কর্মকর্তার ঘনিষ্ট রংপুরের ব্যবসায়ী নেতা রংপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক অমিত বণিককে এ বিষয়ে দায়ীত্ব দেন। পুলিশ কর্মকর্তা এ কাজের জন্য ১০লাখ টাকা দাবি করেন। লিপি খান ভরসা ২লাখ টাকা দিতে রাজি হন। এতে ওই পুলিশ কর্মকর্তা ক্ষুব্ধ হন। এ সব বিষয়ের কথোপকথন লিপি খান ভরসা মোবাইলে অডিও ধারণ করেন। তা তিনি অবহিত করে গত ১১ মার্চ মোহাম্মদ শিবলী কায়সারের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর, মহানগর পুলিশ কমিশনার ও সেনাবাহিনীর কাছে লিপি খান ভরসা লিখিত অভিযোগ করেন।

পরে তিনি এ নিয়ে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ম্যানেজার পলাশ হাসানকে দিয়ে কোতয়ালি মেট্রোপলিটন থানায় ১৩ মার্চ রাতে একটি চাঁদাবাজির মামলা করেন অমিত বণিককে আসামি নামে। ওই মামলা দায়ের করার ঘটনাকে কেন্দ্র করে রংপুর মহানগর পুলিশের সাবেক ডিসি ক্রাইম মোহাম্মদ শিবলি কায়সার  মামলার  মামলা বাদি পলাশ হাসানকে থানার ভেতর মারধর করেন। এ পর্যায়ে তিনি থানায় পাহারারত কনস্টেবলের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে উধ্যত হন। এ নিয়ে পুলিশ প্রশাসনে তোলপাড় শুরু হয়। এ পরিস্থিতে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা (সাবেক ডিসি ক্রাইম) মোহাম্মদ শিবলি কায়সারকে ঘটনার রাতেই তার ওই পদ থেকে সরিয়ে (ক্রাইম এ্যান্ড অব) পদে বদলী করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় পুলিশের উচ্চপর্যায় থেকে তাকে রংপুর মেট্রোপলিটন পুলিশ থেকে শনিবার প্রত্যাহার করা হয়।

রংপুর মহানগরীর নিউ সেনপাড়ার বাসিন্দা লিপি খান ভরসা। তিনি বিশিষ্ট শিল্পপতি জাতীয় পার্টির একাধিকবার সাবেক সাবেক সংসদ সদস্য প্রয়াত করিম উদ্দিন ভরসার পুত্রবধূ। লিপি খান ভরসাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা চেষ্টা মামলায় আসামি করা হয়। তবে এ মামলা নিয়ে লিপি খান ভরসার অভিযোগ রয়েছে, পারিবারিক জমিজমা ও নগরীর সেনপাড়ার বাসা নিয়ে বিরোধের জেরে তাকে ওই মামলায় আসামি করা হয়েছে।  রংপুর মেট্রোপলিন পুলিশের উপ-পুলিশ কমিশনার ( অপরাধ) হাবিবুর রহমান জানিয়েছেন শনিবার দুপুরে পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শিবলি কায়সারকে রংপুর মহানগর পুলিশ থেকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ হেড কোয়ার্টার্স এ তলব করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth