৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আমাদের প্রতিদিন
1 month ago
127


নীলফামারী প্রতিনিধিঃ 

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নাহিদ ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নাহিদ জেলা সদরের সোনারায় ইউনিয়নের দারোয়ানী স্টেশন এলাকার ধনীপাড়ার আনোয়ার হোসেনের ছেলে।

দুর্ঘটনাটি ঘটে রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের হরিবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রলি শ্রমিক নাহিদ মোটরসাইকেল চালিয়ে নীলফামারী শহর হতে ওই সড়ক দিয়ে নিজ বাড়িতে যাচ্ছিলেন। ঘটনাস্থলে একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক হতে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে নাহিদের শরীর ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম.আর সাঈদ জানান, নিহতের মরদেহ থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে  সোমবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth