৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

পলাশবাড়ী পৌরসভার ১৫৪০ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

3 weeks ago
132


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার অসহায় গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে সুষ্ঠু ভাবে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।

২২ মার্চ শনিবার সকাল ১০ টায় চাল বিতরণ শুরু হয় এবং দুপুর ২ টা পর্যন্ত তা অব্যাহত থাকে। ৯টি ওয়ার্ডের মোট ১৫৪০ জন হতদরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। চালের পরিমাণ হিসেবে মোট চালের পরিমাণ দাড়ায় ১৫.৪০০ মেট্রিক টন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দরিদ্র জনগোষ্ঠীর জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় বাস্তবায়নে ২০২৪-২৫ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে এই চাল বরাদ্দ দেয়া হয়।

তবে বরাদ্দ না থাকায় কমেছে সুবিধাভোগীর সংখ্যা। যে কারণে প্রতি গ্রামে গড়ে ভিজিএফ কার্ড পেয়েছেন মাত্র ৬৪ জন। একটি গ্রামে গড়ে শুধুমাত্র ৬৪ জনকে কার্ড প্রদান করা হয়েছে। অথচ পৌরসভার একেকটি গ্রামে অসহায় ও দুস্থ্য মানুষের সংখ্যা কয়েকগুণ বেশি।"

এই ব্যাপারে পলাশবাড়ী পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদারের জানান, পলাশবাড়ী পৌরসভা একটি গ শ্রেণীর পৌরসভা। সেই বিবেচনাতেই এই বরাদ্দ দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। তিনি আরো জানান, পলাশবাড়ী পৌরসভাকে গ থেকে খ শ্রেণীতে উন্নীতকরণের লক্ষ্যে ইতিমধ্যেই আবেদন করা হয়েছে। আমরা আশা করছি খুব কম সময়ের ব্যবধানেই আমরা খ শ্রেণীতে উন্নীত হবো। তখন আমাদের সকল প্রকার বরাদ্দও বেড়ে যাবে।

ভিজিএফ এর চাল নিতে আসা মোহাব্বত মিয়ার সাথে কথা হলে তিনি জানান, অত্যন্ত সুন্দর পরিবেশে চাল বিতরণ করা হচ্ছে। কোনো ভীর নাই, ঝামেলাও নাই। চাল নিতে আসা মেনেকা নামের একজন নারীর সাথে কথা হলে তিনি জানান, হামার চাউল পেতি কোনো সমস্যা হয় নাই। এই চাউল দিয়ে এবার ভালো ভাবে ঈদ করতি পারুম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় গরিব ও দুস্থদের হাতে ভিজিএফ-এর চাল তুলে দেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমান তাপাদার। পৌরসভা সূত্রে জানা গেছে,

এ সময় আরো উপস্থিত ছিলেন পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মোঃ জুলফিকার আলি ভুট্টা, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মুনছুর আলী, পৌরসভা সহকারী প্রকৌশলী মোঃ মর্তুজা এলাহী,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানসহ পৌরসভার সকল কর্মকর্তা, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth