কিশোরগঞ্জে দুস্থদের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ

নীলফামারীর কিশোরগঞ্জে আসন্ন ইদুল ফিতর উপলক্ষে সরকারিভাবে ২৬ হাজার ২ শ’ ৭ জন অসহায়, দুঃস্থ ও হতদরিদ্র পেল ভিজিএফ চাল। সোমবার থেকে এসব চাল বিতরণ কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউপি।
প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্র জানায়- পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে ৯ টি ইউনিয়নে অসহায় ,দুস্থ ও হতদরিদ্র ২৬ হাজার ২০৭ টি পরিবারের জন্য ২৬২.০৭০ মেট্রিকটন ভিজিএফ চাল বরাদ্দ দেয় সরকার। সরেজমিনে দেখা যায়- কিশোরগঞ্জ সদর ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। সুবিধাভোগীরা এসব চাল পেয়ে খুসি মনে বাড়িতে ফিরছে । চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, তদারকি কর্মকর্তা, ইউপি সদস্য, গণ্যমান ব্যক্তিবর্গ।