১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

বীরগঞ্জে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে মা-মেয়ের মৃত্যু

1 month ago
105


বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জে শিশু সন্তানকে নিয়ে ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে ববিতা রাণী (২৪) এবং তনি রানী (৬)নামে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

ববিতা রানী উপজেলার মরিচা ইউনিয়নের দূর্লভপুর গ্রামের রতন চন্দ্র রায়ের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য সিদ্দিক হোসেন জানায়, পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় ববিতা রানী ও তার মেয়ে তনি রানী রায়কে নিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে ফেলেন। বিষয়টি টের পেয়ে মুমর্ষ অবস্থায় বাড়ির লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

বীরগঞ্জ থানার ওসি মোঃ আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আত্মহত্যার প্রকৃত ঘটনা উদঘাটনে মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃতু মামলা দায়ের করা হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth