৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

বিচার বিভাগের সংস্কার ছাড়া উন্নয়ন স্থায়ী হবে না - প্রধান বিচারপতি

1 week ago
49


নিজস্ব প্রতিবেদক:

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচার বিভাগের সংস্কার ছাড়া উন্নয়ন স্থায়ী হবে না। বিচার বিভাগের সংস্কার কথাটা এখন সংস্কারের প্রতিশব্দ হয়ে গিয়েছে।

সোমবার (৭ এপ্রিল) দুপুরে দিনাজপুরের হাকিমপুর মহিলা কলেজের হলরুমে সৈয়দ জাফর আহমেদ ও তাবসেরুন্নেসা মেমোরিয়াল স্কলারশিপ ফান্ডের অর্থায়নে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আমি দায়িত্বভার গ্রহণের পর বিচার বিভাগের অবকাঠামোগত ও সাংবিধানিক সংস্কারের প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরেছিলাম। সেই সংস্কার প্রস্তাবনার মধ্যে যতগুলো উদ্দেশ্য ছিল সেগুলোর সিংহভাগ পূরণ হয়েছে। তবে আরও অনেক পথ অতিক্রম করতে হবে। এর মধ্যে কিছুটা দুর্গম পথও রয়েছে।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা, দিনাজপুরের সিনিয়র ও দায়রা জজ আলমগীর কবির, জেলাপ্রশাসক মোঃ রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোঃ মারুফাত হোসাইন প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১০ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, গত শুক্রবার (৪ এপ্রিল) পাঁচ দিনের সফরে রংপুরে আসেন প্রধান বিচারপতি। তিনি আজ সকালে রংপুর থেকে দিনাজপুরে যান। সেখানে তিনি হাকিমপুরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া শেষে পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাখনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। সন্ধ্যায় তিনি সড়কপথে দিনাজপুর থেকে রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছান। আগামীকাল ৮ এপ্রিল রংপুর ত্যাগ করবেন বলে সরকারি সূচি অনুযায়ি জানা গেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth