নীলফামারীতে কিশোরীকে অপহরণ, অভিযুক্ত গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে এক কিশোরীকে অপহরণের অভিযোগে শ্রী প্রদীপ চন্দ্র রায় (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (১৬ এপ্রিল) দুপুরে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া আবুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। এরআগে গতকাল রাতে রাতে তাকে ঢাকার আশুলিয়া জামগড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। প্রদীপ চন্দ্র রায় উপজেলার পুটিমারী ইউনিয়নের উত্তর ভেড়ভেড়ি হিন্দু পাড়া এলাকার হরনাল চন্দ্র রায়ের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়,গত রবিবার রাত ১১ টার দিকে ভুক্তভোগী কিশোরীকে তার বাড়ির নলকূপের পাড় হতে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় প্রদীপ চন্দ্র রায়। পরে ওই কিশোরীর পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এক কিশোরীকে অপহরণ ঘটনায় একটি মামলা হয়েছিলো। আজ সকালে ( বুধবার) র্যাব তাদের গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেন। অভিযুক্তকে আদালতে প্রেরন করার প্রক্রিয়া চলমান রয়েছে।