৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

মিঠাপুকুরে মাদকসেবনে বাধা দেওয়ায় হামলা-ভাংচুর, হাসপাতালে ভর্তি-৬

1 month ago
185


মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুরে বাড়ির পাশে মাদকসেবন বাধা দেওয়ায় বাড়িতে হামলা ভাংচুর চালিয়েছে মাদকসেবিরা। এসময় মাদক সেবীদের কোপে ৬ জন আহত হয়েছেন। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (১০ মে) রাতে উপজেলার ইমাদপুর ইউনিয়নের মিস্ত্রীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মিঠাপুকুর থানায় এজাহার দিয়েছেন।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, ইমাদপুর ইউনিয়ের মিস্ত্রিপাড়ায় ছাবেরা বেগমের দুই সন্তান সৌদি এবং পর্তুগাল প্রবাসী। দুই ছেলে প্রবাসে থাকায় একই এলাকার মৃত-বয়াত উল্লাহ শেখের পুত্র ওই এলাকার চিহ্নিত মাদক সেবী এবং বখাটে মানিক মিয়া (৪২) দীর্ঘদিন থেকে ভুক্তভোগীর বাড়ি সংলগ্ন মাদক সেবন করতেন। মাদক সেবনে বাঁধা দেওয়ায় ঘটনার দিন (৯ মে) রাতে মানিক তার সঙ্গী ফারুক , লিটন, মিলনকে নিয়ে সাবেরা বেগমের বাড়িতে প্রবেশ করে এলোপাতাড়ি দেশীয় ছোরা দিয়ে কোপাতে থাকেন। এতে ছয়জন গুরুত্বর আহত হন এবং নগদ টাকা সহ প্রায় পনেরো লক্ষাধিক টাকার স্বর্ণ ও মালামাল লুট করে নিয়ে যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। স্থানীয় বাসিন্দা নুরনবী বলেন, মানিক এলাকার একজন চিহ্নিত মাদক সেবী। তার বিরুদ্ধে কেউ কথা বললে বখাটেদের দিয়ে সে মারধর করে।

এদিকে ঘটনার পর মানিকের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বাড়িঘর লুটপাট এবং মারধর করার ভিডিও দেখে এলাকাবাসী সহ স্থানীয়রা তার কঠিন শাস্তি দাবি করে গ্রেফতারের দাবি জানান। তবে ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযুক্তদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে। পাশাপাশি অপরাধীকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসতে কাজ করছে পুলিশ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth