১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

ভূরুঙ্গামারী সীমান্তে ১২ বাংলাদেশীকে  ফেরত পাঠিয়েছে ভারত

4 weeks ago
45


কুড়িগ্রাম প্রতিনিধি : 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ১২ জন বাংলাদেশী নাগরিককে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)র দিয়াডাঙ্গা বিজিবি  শনিবার সকালে এসব বাংলাদেশী নাগরিককে ভূরুঙ্গামারীর ভাসানীর মোড় থেকে আটক করে। বিকেলে তাদেরকে ভূরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃতরা  সবাই কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বাসিন্দা। আটককৃতরা জানিয়েছে শনিবার তাদেরকে সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকরা হলেন ফুলবাড়ি উপজেলার বড়লৈ গ্রামের এনামুল হক (৪০), তার স্ত্রী মর্জিনা বেগম (৩০) ও সন্তান মো: ইদুল হাসেন (১৬)।

একই  উপজেলার সোনাইকাজী গ্রামের আতাউর রহমান (৩৮), তার স্ত্রী আনোয়ারা বেগম (৩৫), তাদের দুই সন্তান আল আমিন (১৯) ও আরজিনা খাতুন (১৬), পুত্রবধূ মনিষা বেগম (২০) ও নাতি আবু বকর সিদ্দিক (৯মাস)। ওই উপজেলার নাগদহ গ্রামের আব্দুল মজিদ (৪২), তার স্ত্রী হালালি বেগম (৩৬) ও তাদের ছেলে হালাল মিয়া (২০)। আটককৃতরা জানান, কাজের সন্ধানে প্রায় ১০ বছর আগে তারা ভারতে যায়। সম্প্রতি তাদেরকে ২০ দিন ভারতীয় জেলে বন্দী রাখা হয়। এরপর শনিবার তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। এদের সবার বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায়। এছাড়া একই রাতে কচাকাটা থানা এলাকার কেদার ইউনিয়নে শোভারকুটি সীমান্ত দিয়ে ২ পুরুষ, ২নারী ৩ শিশু এবং বলদিয়া ইউনিয়নের রাঙ্গালীরকুটি সীমান্ত দিয়ে এক নারী ও দুই শিশুকে শুক্রবার রাতে ঠেলে দিয়েছে বিএসএফ। বিষয়টি নিশ্চিৎ করেছেন কেদার ৯নং ইউপি সদস্য বাবলু মিয়া ও বলদিয়া ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আব্দুল মান্নান। তবে এবিষয়ে কোন মন্তব্য করেনি বিজিবি ।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-হেলাল মাহমুদ জানান, সীমান্ত থেকে ১২ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে বিজিবি। শনিবার বিকালে আটকদের থানায় হস্তান্তর করে বিজিবি। আটক সবাই জেলার ফুলবাড়ী উপজেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth