৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

বিরলের ৩০ জন কৃষক-কৃষাণী’র উদ্বুদ্ধকরণ ভ্রমণ

4 weeks ago
44


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বিরল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ৩০ জন কৃষক-কৃষাণী’র উদ্বুদ্ধকরণ ভ্রমণ বাস্তবায়ন করা হয়েছে। এই ভ্রমণে কৃষির বিভিন্ন আধুনিক প্রযুক্তি, হাতে কলমে দেখানো হয়। যারমধ্যে গ্রীষ্মকালীন টমেটোর চারা উৎপাদন ও উচ্চফলনে করণীয় বিষয়টি কৃষকদেরকে আকৃষ্ট করেছে। রংপুরের মিঠাপুকুর উপজেলার নাশিক প্লান্ট এন্ড পট-এ বাস্তবায়িত প্রযুক্তি যেমন : পলিনেট হাউজ, জাপানী মিষ্টি আলু’র জাত ও চাষাবাদ, পটে আদা, হলুদ, বেগুন, কলা’র চারা উৎপাদন ইত্যাদি প্রযুক্তি হাতে কলমে দেখানো হয়।

দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় ২০২৪-২৫ অর্থবছরে শুক্রবার (২৩ মে ২০২৫) এই মটিভেশনাল ট্যুরে কৃষক/কৃষাণী’র সাথে ছিলেন বিরল উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. শাহজাহান আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবীব বসুনিয়া প্রমূখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth