কিশোরগঞ্জে ভূমি সেবায় জনসচেতনামূলক সভা

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে তিন দিনব্যাপি ভূমি মেলা উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকালপ উপজলা ভূমি অফিস চত্ত¡র তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়। পরে জনসচেতনামূলক সভা ও শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম সারোয়ার রাবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, সেক্রেটারী ফেরদৈস আলম, প্রেস ক্লাবের সভাপতি আবু হাসান শেখ, ভূমি সেবা গ্রহীতা ওবায়দুর রহমান প্রমুখ।
সভায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মৌসুমী হক বলেন, কোন ভূমি সেবা গ্রহণকারীকে আর অফিসমুখী হতে হবে না। তবে অধিকার বিষয় সচেতনা, কি পদ্ধতি ও কিভাবে সেবা ঘরপ বসে নিতপ পারবেন সচেতনতা বৃদ্ধির লক্ষ্য ভূমি মেলা ও জনসচেতনামূলক সভার আয়োজন করা হয়েছে।