পেপসোডেন্টরের সৌজন্যে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
দাঁতের চিকিৎসায় সচেতনতা তৈরির লক্ষ্যে পেপসোডেন্টরের সৌজন্যে বুধবার রংপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ফ্রি এই মেডিকেল ক্যাম্পে সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের দাঁতের ফ্রি চিকিৎসা ও বিভিন্ন রোগ সম্পর্কে পরামর্শ প্রদান করেন ফিউশন ডেন্টাল এন্ড ইমপ্লান্ট সেন্টারের চিকিৎসক ও রংপুর ডেন্টাল কলেজের কলেজের প্রভাষক ডা: রাকেশ মাহাবুব প্রিতম, ডা: সায়মা সুলতানা নওরিন, ডা: আফিয়া জেরিনসহ চিকিৎসা সেবা প্রদান করেন ডা:সাদিয়া ফাহমিদা প্রভাষক রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ এবং ডা: আফিয়া জেরিন ইন্টান চিকিৎসক রংপুর কমিউনিটি ডেন্টাল কলেজ।