গঙ্গাচড়ায় ইসলামী যুব আন্দোলনের প্রশিক্ষণ কর্মশালা

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মে) উপজেলা হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সভাপতি জালাল উদ্দিন।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি মুহাম্মদ আবু তালহা।
কর্মশালায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা সভাপতি এ টি এম গোলাম মোস্তফা বাবুল, ইসলামী যুব আন্দোলনের রংপুর জেলা সভাপতি মুহাম্মদ তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক মুহাম্মদ শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন গঙ্গাচড়া উপজেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান ও সাধারণ সম্পাদক ইউনুস আলী।