১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

গঙ্গাচড়ায় পাট ক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

3 weeks ago
74


নিজস্ব প্রতিবেদক:

রংপুরে পাট ক্ষেত থেকে শিশু জিসান হোসেন রাহিমের (৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ মে) সকাল ৬টায় গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নের মহিপুর গ্রামের পুরাতন ক্যানেলের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। জিসান গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর চেংমারী গ্রামের বেলাল হোসেন সাগরের ছেলে। সে মরহুম বীরমুক্তিযোদ্ধা সাদিকুল ইসলাম এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসায় পড়তো। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সোহেল রানাকে (২৮) গ্রেফতার করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার মাগরিবের সময় জুতা কিনে দেওয়ার কথা বলে মাদ্রাসা থেকে রহিমকে ডেকে নেয় লালমনিরহাট কালিগঞ্জের সুন্দ্রাহবি এলাকার আমির আলীর ছেলে সোহেল রানা। জুতা কিনে দেওয়ার পর কৌশলে রাহিমকে পাট ক্ষেতে নিয়ে গিয়ে গলা টিপে শ্বাসরোধ করে হত্যাসহ দুই হাত ভেঙ্গে মুখে মাটি ঢুকিয়ে দেয়। সকালে স্থানীয়রা রাহিমের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশ উদ্ধারের পর সকালে অভিযান চালিয়ে লালমনিরহাট থেকে সোহেল রানাকে গ্রেফতার করা হয়। 

গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শিশু হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth