১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

গঙ্গাচড়ায় আট বছরের শিশু জিসান হত্যার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

3 weeks ago
150


নির্মল রায়:

রংপুরের গঙ্গাচড়ায় মাদ্রাসা শিশু শিক্ষার্থী জিসান হোসেন রাহিম (৮) হত্যার প্রতিবাদে আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণ।  শনিবার সকালে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় হাজারো লোক উপস্থিত ছিলেন। এসময় জিসান হত্যার প্রধান আসামীর ফাঁসিসহ জরিত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তাঁরা।

মানববন্ধনে মাদরাসা কমিটির সদস্য আজম আলী বলেন,  জিসানের হত্যা মামলার সকল আসামীর আমরা ফাঁসি চাই।

বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান বলেন, শিশু জিসানকে হত্যা করে পাট ক্ষেতে রাখা হয়েছিলো। যেভাবে আসিয়া হত্যার বিচার ৯০ দিনের মধ্যে সমাপ্ত হয়েছে, সেইভাবে জিসান হত্যার বিচার ৯০ দিনের মধ্যে বাস্তবায়ন চাই। আমরা শিশু জিসানের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলু বলেন, এই অবুঝ শিশুটি কি অপরাধ করেছিলো? যার জন্য তার হাত পা ভেঙ্গে মেরে ফেলে পাট ক্ষেতে রাখতে হবে। আমরা এ হত্যাকান্ডের সাথে যারা জরিত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।

মানববন্ধনে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজার রহমান দুলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জিসানের মা জেসমিন আরা খাতুন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নায়েবুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সেক্রেটারী ইউনুস আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসার মুহতারিম রেজাউল করিম প্রমুখ। এসময় মাদ্রাসা শিক্ষার্থী, এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বৃস্পতিবার (২৯ মে) রাতে জিসানকে মরহুম বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম এতিমখানা ও হাফেজিয়া মাদরাসা থেকে জুতা ক্রয়ের কথা বলে নিয়ে গিয়ে উপজেলার লক্ষীটারী ইউনিয়নের একটি পাটক্ষেতে জিসানকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রধান আসামী সোহেল রানাকে গ্রেফতার করেছে পুলিশ।

এ বিষয়ে গঙ্গাচড়া  মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে কিছু তথ্য পাওয়া গেছে। তবে অধিকতর তদন্তের স্বার্থে এই মুহূর্তে তা প্রকাশ করা সম্ভব হচ্ছে না।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth