৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

জিএম কাদেরের বাসায় হামলার প্রতিবাদে রংপুর জাপার বিক্ষোভ

2 weeks ago
30


নিজস্ব প্রতিবেদক:  

অন্তর্বর্তীকালীন সরকারের মদদপুষ্ট এনসিপি এবং তার সহযোগী কর্তৃক জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রংপুরে  বিক্ষোভ মিছিল করেছে জাতীয় পার্টি।

শনিবার (৩১ মে) বিকেল ৪ টায় রংপুর জাতীয় পার্টির  কার্যালয়ের সামন থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়।

এ সময় জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতারা বলেন, মব জাষ্টিসের নামে লুটপাট ও ভাঙ্গচুর, এটা সভ্য দেশে হতে পারে না। সাধারণ মানুষ নিরাপদে ঘরে ঘুমাতে পারে না। এমন পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে পারবে এই ভরসা জাতীয় পার্টির নেই।

তারা আরও বলেন, যারা নতুন দল গঠন করে মব জাস্টিসজের নামে দেশের আইনশৃঙ্খলা অবনতি ঘটিয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে সরকারকে নিরপেক্ষ হিসেবে প্রমাণ করতে হবে। এ সময় জি এম কাদেরের বাসা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদও জানানো হয়।

কোতোয়ালি মেট্রো থানায় এ ঘটনায় ২২ জন আসামির নাম উল্লেখ করে  অজ্ঞতা আরও ৬০ জন অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আয়তায় নিয়ে আসার জন্য মিছিল থেকে স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

মিছিলটি রংপুর জাতীয় পার্টির অফিস থেকে বের হয়ে শহরের  বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

পরে রংপুর সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র মোস্তফা বলেন, এনসিপি পিছন থেকে আমাদের নেতা জিম কাদেরের বাসায় হামলা করেছে। আমাদের সামনে কেউ করার সাহস পাইনাই। এই এন সিপি কুত্তার বাচ্চারা তারা হিজড়ার মত আচরণ করে ভুল করেছে। মেয়র  মোস্তফা এন সি পিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন যদি সাহস থাকে জাতীয় পার্টির সাথে সামনাসামনি মোকাবেলা করতে আসেন।

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth