রংপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ৭.৫ লাখ টাকা জরিমানা

আব্দুল্লাহ আল আমিনঃ
রংপুর মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে ৩ ক্লিনিক ও ১ ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে সাত লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় বন্ধ করে দেয়া হয় ওই চার প্রতিষ্ঠানের সকল কার্যক্রম। রংপুর সিভিল সার্জন ডা : শাহীন সুলতানা জানান অবৈধ ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
সোমবার (১৬ জুন) দুপুর হতে বিকেল পর্যন্ত রংপুরে অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী, জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। এসময় স্বপ্ন জেনারেল হাসপাতাল, উত্তরা জেনারেল হাসপাতাল, নিউ রংপুর ক্লিনিককে ২ লাখ করে ৬ লাখ টাকা ও হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে কারাদন্ডের আদেশ দিয়েছে এই আদালত।
অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসন রংপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসেম। এ সময় উপস্থিত ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা এবং সেনাবাহিনীর ৩০ বেঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ। অভিযানে সেনাবাহিনী, মেট্রোপুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারাও অংশ নেন।
এ ব্যপারে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চিকিৎসা খাতের নৈরাজ্য ঠেকাতে এমন অভিযান অব্যাহত থাকবে। রংপুরে ২৫২টি বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এর মধ্যে ষাট শতাংশই অবৈধ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, “ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর লাইসেন্স নবায়ন না করা, অনুমোদনবিহীন যন্ত্রপাতি ব্যবহার, অবৈধভাবে স্বাস্থ্যসেবা প্রদান এবং অপর্যাপ্ত জনবল রাখার মতো গুরুতর অনিয়ম পাওয়া গেছে।”
অভিযান চলাকালে স্থানীয় জনগণ উপস্থিত থেকে আইন প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করে। জনস্বাস্থ্য রক্ষায় প্রশাসনের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজ।