২৫ আষাঢ়, ১৪৩২ - ০৯ জুলাই, ২০২৫ - 09 July, 2025

উলিপুরে এনসিপি'র সমন্বয় কমিটি গঠন

2 weeks ago
53


উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা জাতীয় নাগরিক পার্টি – এনসিপি'র সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মাও. মো. সিরাজুল ইসলামকে প্রধান সমন্বয়কারী ও  সাখাওয়াত হোসাইনকে যুগ্ম সমন্বয়কারী করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠনের পূর্ব পর্যন্ত সমন্বয় কমিটি করা হয়। গত মঙ্গলবার (১৭ জুন) রাতে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি'র সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

অন্যান্যদের মধ্যে যুগ্ন সমন্বয়কারী ইমরান হুসাইন, শাহিনুল ইসলাম, লিয়াকত আলী রিপন, মাসুম করিম, তারেক মিয়া, মামুন মিয়া। সদস্যরা হলেন, আরিফুর জামান অন্তর, রফিকুল ইসলাম, তাজভিরুল ইসলাম (সজল), আহম্মেদ আলী, মজনু মিয়া, হাবিবুর রহমান, লিমন বাবু,  লাফিজুল ইসলাম, বিপ্লব মিয়া, আতাউর রহমান, ইন্দু ভুশন রায়, নুরুল ইসলাম, মুকুল মিয়া।

যুগ্ম সমন্বয়কারী সাখাওয়াত হোসাইন বলেন, উলিপুরের রাজনীতিতে ইতিবাচকতার চর্চা ও সত্যিকার অর্থে মানুষের ভাগ্য বদলের রাজনীতির ধরা নির্মাণে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন। এ ছাড়াও    যারা এনসিপি কে প্রতিষ্ঠায় শুরু থেকে নিরলসভাবে ভাবে কাজ করেছেন, যারা প্রকাশ্যে বা আড়ালে থেকে সাহায্য করেছেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth