রংপুরে উদ্বোধন হলো ব্রাইট স্টার ক্লাবের ফুটবল টুর্নামেন্ট

রংপুর প্রতিনিধি:
"ক্রীড়ায় শক্তি ক্রীড়াই বল ফুটবল ফুটবল" যে মুখে ডাকি মা সে মুখে মাদক না"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রংপুর মহানগরীর বালাটারী "ব্রাইট স্টার ক্লাব" এর উদ্যোগে টাইগার বার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রংপুর মহানগরীর ৩০ নং ওয়ার্ড বালাটারী খেলার মাঠে এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন আনিছুর রহমান লাকু (সদস্য সচিব রংপুর জেলা বিএনপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শামীম মিয়া (সদস্য সচিব জেলা শ্রমিক দল, রংপুর) আব্দুল কুদ্দুস (অফিসার ইনচার্জ মাহিগঞ্জ মেট্রোপলিটন থানা রংপুর)। সৈয়দ নুরুল ইসলাম নয়ন (সমাজ সেবক সাতমথা মাহিগঞ্জ রংপুর) সভাপতিত্ব করেন মো. মানিক মিয়া বিশিষ্ট ব্যবসায়ী সাতমাথা, মাহিগঞ্জ রংপুর।
উদ্বোধনী ম্যাচে অংশ গ্রহণ করেন "সৈয়দপুর খেলোয়াড় কল্যাণ সমিতি" পীরগাছা, রংপুর বনাম "কলাবাড়ি সোনারতরী স্পোর্টিং ক্লাব"
মহানগর, রংপুর। শুক্রবার (১২ সেপ্টেম্বর) থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট
এতে রংপুরের ১৬ টি ফুটবল দল অংশ গ্রহণ করবেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে আনিছুর রহমান লাকু বলেন, মাদকমুক্ত সমাজ বিনির্মানে বেশী বেশী খেলাধুলা করা জরুরী। সামনে জেলা ক্রীড়া সংস্থার কমিটি হবে। নতুন কমিটি গঠন হলে ইনশাআল্লাহ রংপুরের ক্রীড়াঙ্গনকে ডেলে সাজানো হবে। গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাগুলোকে আবার মাঠে ফিরিয়ে আনা হবে। এক সময় মাহিগঞ্জ সাতমাথায় অনেক ভালো মানের খেলোয়াড় ছিল বলেও মন্তব্য করেন তিনি। সে সময় রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো.জুনায়েদ চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সজীব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।