তারাগঞ্জ বগুড়া ক্যানেলে প্রতিমা বিসর্জনের

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বগুড়া ক্যানেলে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দূর্গাপূজা। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার বগুড়া ক্যানেলে প্রতিমা বিসর্জন দেয়া হয়। এতে হিন্দু সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নেয়। এর আগে পূজা মন্ডপ থেকে ভ্যান যোগে সেখানে প্রতিমা নিয়ে আসা হয়। বিকাল ৩টায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে প্রতিমা বিসর্জনের আয়োজন করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদেন সাধারন সম্পাদক পাপন দত্ত জানান, সুষ্ঠ ও সুন্দরভাবে প্রতিমা বিসর্জন অনুষ্ঠিত হয়েছে। তিনি স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানান।