১৮ আশ্বিন, ১৪৩২ - ০৩ অক্টোবর, ২০২৫ - 03 October, 2025

রংপুরে শশুর কর্তৃক ছেলের বউকে ধর্ষন ও হত্যা: ফাঁসির দাবিতে মহাসড়ক অবরোধ

1 hour ago
13


নিজস্ব প্রতিবেদক:

রংপুর নগরীর বালাপাড়া গ্রামে শশুড় কর্তৃক ছেলের বউকে ধর্ষনের পর হত্যার অভিযোগে

রংপুর কোতয়ালী থানায় বুহস্পতিবার ওই মেয়ের বাবা মামলা করে। এদিকে বিনোদপুর রেলগেট মহাসড়ক অবরোধ করে ধর্ষ

ন ও হত্যাকারীর ফাঁসির দাবিতে ফুঁসে উঠে এলাকাবাসী। গতকাল বৃহস্পতিবার হাজার নারী-পুরুষ বালাপাড়া বিনোদপুরে শশুর রাজা মিয়া ও তার ছেলে সোহানকে গ্রেফতার ও ফাসির দাবিতে মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়।  রংপুর নগরীর বালাপাড়া গ্রামে ৩০ সেপ্টেম্বর দুপুর ১ টায় মিতু আকতার গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্নহত্যা করে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানাধীন বিশমেঘাওয়াট বালাপাড়া গ্রামের  রাজা মিয়ার ছেলে  সোহান মিয়ার সহিত মেনাজুল হকের মেয়ে মিতু আক্তারের ৩ বছর পূর্বে বিয়ে হয়।

তার ১ বছরে একটি ছেলে সন্তান রয়েছে।  সোহান মিয়া তার বাবার সাথে গরুর মাংসের ব্যবসা করে আসছিল।

মিতুর পরিবার বলেন শ্বশুড়  রাজা মিয়া ছেলের ব্উ মিতু আকতারে উপর কু নজরে তাকায়।

সুযোগ পেলে যৌন নিপীরনসহ ধর্ষন করার চেষ্টা চালায়। মিতু তার স্বামী  সোহান মিয়াকে শশুর রাজা মিয়ার কুকীর্তি ও যৌন হয়রানী বিষয়টি অবগত করলে প্রতিকার না করে  উল্টো উক্ত ঘটনার কথা কাউকে না বলার জন্য মিতুকে মারপিট খুনজখমসহ বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকী প্রদান করে।

 

মিতু আকতার শশুর রাজা মিয়া কর্তৃক যৌন হয়রানীর ঘটনা গোপনে মোবাইল ফোনে ভিডিও করে। একপর্যায়ে  ২০ সেপ্টেম্বর শশুর রাজা মিয়া মিতু আকতারের  শয়ন ঘরে প্রবেশ করে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষন করে।

 এই ঘটনা মিতু তার ছোট ভাইয়ের ফেইসবুক ম্যাসেনজারে  যৌন হয়রানীর ভিডিও পাঠিয়ে দেয়। ২৯ সেপ্টেম্বর ভাই,আলাল মিয়াকে ফোন করে সমস্ত ঘটনার বিবিরণ দেয়। 

 ৩০ সেপ্টেম্বর দুপুর ১ টায়  মিতু আকতার গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্ন হত্যা করে।

মিতুর বাবা মিনাজুল হক বলেন, আমার মেয়েকে ওই কসাই রাজা মিয়া ও তার পরিবার প্রতিনিয়ত নিযার্তন ও যৌন হয়রানী করে হত্যা করেছে।

আমি রাজা মিয়া ও তার ছেলে সোহানের ফাঁসি চাই। 

রংপুর কোতয়ালী মেট্রো থানার ওসি আতউর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে আমরা আসামীদের গ্রেফতারের চেষ্টা করছি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth