১৮ আশ্বিন, ১৪৩২ - ০৩ অক্টোবর, ২০২৫ - 03 October, 2025

অফিস ফাঁকি দিয়ে সরকারি কর্মচারী রাজনৈতিক দলের লিফলেট বিতরণের অভিযোগ

1 hour ago
14


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ফারুক আহমেদ সাহস অফিস ফাঁকি দিয়ে একটি রাজনৈতিক দলের লিফলেট কর্মসূচীতে যোগ দেয়ার অভিযোগ উঠেছে।

এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকা এবং হাসপাতাল পাড়ায় সমালোচনার ঝড় উঠেছে।

জানাগেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩১ দফা লিফলেট বিতরণ কার্যক্রমে সারাদেশের ন্যায় রৌমারী উপজেলা বিভিন্ন অঞ্চলে এ কর্মসূচী গ্রহণ করেছে উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠন। এর ধারাবাহিকতায় লিফলেট বিতরণ করছেন দলটি।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার পদের সরকারি কর্মচারী ফারুক আহমেদ ক্ষমতার দাফট দেখিয়ে এবং সরকারি বিধি তোয়াক্কা না করে সরকারি গুরুত্বপুর্ণ অফিস ফাঁকি দিয়ে রাজনৈতিক দলের কর্মসূচীতে অংশগ্রহণ করার অভিযোগ উঠে।

এছাড়াও ফারুক আহমেদ স্বাস্থ্য সহকারী থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তিনি স্টোর কিপারের পদ বাগিয়ে নেয়া এবং ইতিপূর্বে তার বিরুদ্ধে সরকারি ঔষধ বিক্রির অভিযোগও রয়েছে।

উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ বলেন, স্টোর কিপার ফারুক লিফলেট বিতরণ কার্যক্রমে কখন যোগ দিয়েছে তা আমার জানা নেই। তবে যুবদলের কোনও সদস্য পদে তার নাম নেই।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সরকারি চাকুরি করে কোনও রাজনৈতিক দলের পদ কিংবা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না বলে জানান।

এ প্রসঙ্গে মুঠোফোনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার মো. ফারুক আহমেদ বলেন, আমি ব্যস্ত আছি, পরে আপনার সঙ্গে (প্রতিবেদক) চা চক্র করে কি জানতে চান তা বলা হবে। তবে রাজনৈতিক দলের সাথে জড়িত থাকার সম্পর্কে জানতে চাইলে তিনি ফোন কেটে দেন।

 

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস ছামাদ জানান, রাজনৈতিক দলের কর্মসূচীতে যোগ দেয়া কিংবা লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করার কোনও সুযোগ নেই। এ বিষয়ে শুনেছি সার্ভিসরুল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth