১৮ আশ্বিন, ১৪৩২ - ০৩ অক্টোবর, ২০২৫ - 03 October, 2025

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিলি সীমান্তের শূন্যরেখায় দর্শনার্থীদের উপচেপড়া ভিড়

1 hour ago
12


হিলি প্রতিনিধি:

শারদীয় দূর্গাপুজা উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে শুন্য রেখায় প্রতিবছর মহানবমীর দুপুর থেকে বিজয়া দশমীর বিকেল পর্যন্ত (ভারত ও বাংলাদেশ) দুই বাংলার সনাতন ধর্মাম্বলীদের উপচেপড়া ভিড়। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। দূর্গাপূজায় হিলি সীমান্তের শূন্যরেখায় কেউ আসেন ভারত দেখতে আবার কেউ বা আসেন দুর থেকে আত্মীয়স্বজনদের দেখা করতে। অপর দিকে ভারতের অভ্যন্তরেও বিভিন্নস্থান থেকে দর্শনার্থীরা এসেছেন ভারতের সনাতন ধর্মম্বলীরা। এদিকে সীমান্তে কাঁটার তারের বেড়া এবং বিজিবি ও বিএসএফের কঠোর মনোভাবের কারণে এপার থেকে ওপারে যেতে না পারলেও শুন্য রেখায় দুই পাশে দাঁড়িয়ে ভারত ও বাংলাদেশের দর্শনার্থীরা একে অপরকে দেখছে ও ছবি তুলে দুঃখটাকে আনন্দে পরিণত করছেন।

হিলি সীমান্তে আসা দর্শনার্থীরা জানান, ভালোবাসার টানে, নাড়ির টানে তারা ছুটে এসেছেন সীমান্তের শুন্য রেখায়। এছাড়াও তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে ভারতে। কাটাতারের ফাঁক দিয়ে দুর থেকে আত্মীয় স্বজনকে দেখছেন।

 

 

 

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth