১৮ আশ্বিন, ১৪৩২ - ০৩ অক্টোবর, ২০২৫ - 03 October, 2025

পীরগঞ্জে বৈরাগী পাড়াবাসীদের বহুল প্রত্যাশিত ড্রেনটি অবশেষে নির্মান করা হচ্ছে

1 hour ago
11


পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:             

রংপুরের পীরগঞ্জ উপজেলা সদরের বৈরাগী পাড়াবাসীদের চলাচলের একমাত্র রাস্তাসংলগ্ন ড্রেনটি অবশেষে নির্মান করছে পৌরসভা। মহাসড়ক হতে বড়বিলা বিল পর্যন্ত অর্ধ কিঃ মিটার ওই ড্রেনটি নির্মান শেষ হলে ওই এলাকার কয়েক’শ জনমানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘোব হবে। চলতি অর্থ বছর পৌরসভার আরও ২টিসহ এই ড্রেনটি একটি প্যাকেজে নির্মানে ১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে বরাদ্দ দেয়া হয়।

সাম্প্রতিক সময়ে বৈরাগী পাড়ায় কয়েক’শ বসতি গড়ে উঠেছে। কাদায় পানিতে একাকার হয়ে যাওয়া স্থানীয়রা জানান,গত বছর অর্ধ কিঃ মিটার রাস্তা নির্মান করা হয়েছে।আর বাকি অংশ নির্মান করা হলে লোকজনের যাতায়াতের আর কোন অসুবিধা থাকবে না। স্থানীয়রা বলেন, আমরা যেহেতু এই এলাকায় বাস করছি সুতরাং ড্রেনটি যাতে যথাযথভাবে নির্মান করা হয় সেদিকে বিশেষ নজর রাখছি। এই ড্রেন দিয়েই আমাদের গ্রামের জমে থাকা পানি নিস্কাশন হবে। নিস্কাশিত পানি সরাসরি  বড় বিলে গিয়ে নামবে। নির্মান শ্রমিক সরদার আবেদ আলী বলেন, আমরা এই গ্রামেই বাস করি। নির্মান শ্রমিকরাও সকলে এই এলাকারই বাসীন্দা। যে কারনে আমরা আমাদের এই কাজটি অত্যন্ত মজবুত করে নিচ্ছি। এখানে ফাঁকি দেয়ার কোন সুযোগ নেই। উল্লেখ্য,বছরের পর বছর ধরে বৈরাগী পাড়ার বাসীন্দারা অবহেলিত ছিল। জমির আইল,কাদা পানিতে একাকার হয়ে এরা যাতায়াত করলেও কর্তৃপক্ষ কোন নজর দেয়নি। রাস্তা ও ড্রেন নির্মানের ফলে এলাকাবাসীর দীর্ঘীদনের দুর্ভোগের অবসান হচ্ছে। 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth