২৪ আশ্বিন, ১৪৩২ - ০৯ অক্টোবর, ২০২৫ - 09 October, 2025

কুড়িগ্রামে টিসিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

3 hours ago
14


কুড়িগ্রাম প্রতিনিধি:  

টিসিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৫ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ অক্টোব) বিকেলে জেলা সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও টিকাদান কার্যক্রম সফল করার লক্ষ্যে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে সিভিল সার্জন, কুড়িগ্রাম।

এতে কুড়িগ্রামের সিভিল সার্জন জনাব ডা: স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ মুহাইমিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ মোঃ আতিকুর রহমান, জেলা তথ্য অফিসার শাহজাহান আলী, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ।

এ সময় সিভিল সার্জন জনাব ডা: স্বপন কুমার বিশ্বাস বলেন, টিকাদানের মাধ্যমে টাইফয়েডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে জনগণকে সুরক্ষিত রাখতে টিসিভি (ঞুঢ়যড়রফ ঈড়হলঁমধঃব ঠধপপরহব) টিকাদান ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিশুদের রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও স্বাস্থ্যসুরক্ষায় এই টিকা কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।

এছাড়াও প্রেস ব্রিফিংয়ে টিকাদান কার্যক্রমের উদ্দেশ্য, সময়সূচি ও লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। জেলার সব উপজেলা, স্কুল ও কমিউনিটি পর্যায়ে ব্যাপক সচেতনতা সৃষ্টি ও সফলভাবে টিকা প্রদান নিশ্চিত করতে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করছে স্বাস্থ্য অধিদপ্তর, গ্যাভি, পাথ, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth