রংপুর জেলায় প্রায় সাড়ে ৬ লাখ শিশুকে টাইফয়েড টিকা দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ নভেম্বর/২০২৫ ইং তারিখ পর্যন্ত সারাদেশের ন্যায় রংপুরেও টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন পরিচালিত হবে। টাইফয়েড টিকাদান কর্মসূচিতে রংপুর জেলায় ৯ মাস হতে ১৫ বছরের নিচের শিশু ৬ লাখ ৪৮ হাজার ৮৫৪ জনের মাঝে এ টিকা দেয়া হবে বলে জানান রংপুর জেলা সিভিল সার্জন ডা. শাহিন সুলতানা।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে রংপুর সিভিল সার্জন (পুরাতন সদর হাসপাতালের ২য় তলায়) সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টাইফয়েড টিবাদান ক্যাম্পেইন-২০২৫ সম্পর্কে তিনি এ সব কথা বলেন।
এ সময় সিভিল সার্জন বলেন, রংপুর জেলার টার্গেটের মধ্যে ছেলে শিশু ২ লাখ ০৯ হাজার ৪৫২ জন ও মেয়ে শিশু ৩ লাখ ২৫ হাজার ৩৪৭ জন। টিকাদান কর্মসূচির কাজে নিয়োজিত থাকবেন প্রাইমারী ১ হাজার ৪৯৯ জন, হাইস্কুলে ৯২১ জন, মাদ্রাসায় ৮৫৩ জনসহ মোট ৩ হাজার ২৭৩ জন।
তিনি আরো বলেন, উক্ত কার্যক্রমে ১ম ও ২য় সপ্তাহে (১২ থেকে ৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানে যে কোন ১০ কর্মদিবস (রংপুর জেলায় মোট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ৩ হাজার ৭৭৩টি) এবং পরবর্তী ২ সপ্তাহ (০১-১৩ নভেম্বর) কমিউনিটিতে (গ্রামাঞ্চল এবং নগরাঞ্চলে নিয়মিত এবং স্থায়ী টিকাদান কেন্দ্রে ক্যাম্পেইন) (যে কোন ৮ কর্মদিবস), স্থায়ী টিবাদান কেন্দ্রে ক্যাম্পেইন মোট ১৮ কর্মদিবসে কার্যক্রম শেষ করতে হবে। রংপুর জেলায় এ পর্যন্ত রেজিষ্ট্রেশন হয়েছে ১ লাখ ৮১ হাজার ০৯৯ জন। পর্যায়ক্রমে রেজিষ্ট্রেশন শর্তে টার্গেট পূর্ণ করা হবে।
এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. রুহুল আমিন, এমওসিএস ডা. মাহিনুর ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডা. মাহাবুবুল ইসলাম রুপম উপস্থিত ছিলেন।