২৪ আশ্বিন, ১৪৩২ - ০৯ অক্টোবর, ২০২৫ - 09 October, 2025

সুপারের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ

3 hours ago
20


দোহাজারি বিরাবাড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

তারাগঞ্জ উপজেলার দোহাজারি বিরাবাড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপারের বিরুদ্ধে ম্যানেজিং কমিটি গঠনে নিজের মনমত খসড়া ভোটার তালিকা প্রননের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উক্ত মাদ্রাসার জমিদাতা সিরাজুল ইসলাম ইউএনওর নিকট একটি লিখিত অভিযোগ দিয়েছে।

অভিযোগ সূত্রে জানাগেছে, মাদ্রাসার ম্যানেজিং কমিটির গঠনের জন্য ইতিমধ্যে তোরজোড় শুরু হলে মাদ্রাসার সুপার আবুল কালাম মাদ্রাসায় মূল জমিদাতা সদস্যদের না রেখে নিজের মনমত জমিদাতা সদস্য করে একটি খসড়া ভোটার তালিকা তৈরী করেন।  ঘটনা জানাজানি হলে মাদ্রাসায় জমিদাতা সিরাজুল ইসলামসহ আরো ৩জন জমিদাতা সুপার আবুল কালাম আজাদের সাথে কথা বলেন। পরে সুপার জমিদাতা সদস্য হিসাবে ম্যানেজিং কমিটিতে শুধু মাত্র একজন সদস্যকে রাখার পক্ষে কথা বলেন। তারপরেও তারা সুপারকে অবগত করেন যে জমিদাতা সদস্য যদি কমিটিতে বেশি হয় তাহলে জমিদাতা সদস্য হিসাবে আলোচনা করে একজন ম্যানেজিং কমিটিতে নেয়া হোক। কিন্তু মাদ্রাসার সুপার কোন প্রকার কর্ণপাত না করে নিজের মনের মত ম্যানেজিং কমিটির খসড়া তালিকা প্রস্তুত করেছেন। অভিযোগকারী সিরাজুল ইসলাম বলেন, সুপার ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অনেক রকম অনিয়ম করে যাচ্ছেন। প্রয়োজন হলে অবশ্যই আমরা তার প্রমান দিব। সুপার আবুল কালাম আজাদ তার বিরুদ্ধে অনিত অভিযোগ অস্বীকার করে বলেন, এখনো কোন খসড়া তালিকা তৈরি করা হয়নি। উপজেলা শিক্ষা অফিসার হালিম হোসেন জানান, মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিলে তিনি আমাকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহনের নিদেশ দিয়েছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth