২৫ আশ্বিন, ১৪৩২ - ১১ অক্টোবর, ২০২৫ - 11 October, 2025

তারাগঞ্জে মৌমাছির কামড়ে শিশুসহ শতাধিক পথযাত্রী আহত

4 hours ago
12


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ   

রংপুরের তারাগঞ্জে মৌমাছির কামড়ে দুইদিনে শিশুসহ শতাধিক নারী-পুরুষ পথ যাত্রী আহত হয়েছেন। আহদের মধ্যে ৩০ জননকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুই জনের আহত গুরুত্বর। বৃহস্পতিবার (৯ অক্টোবর)ও শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার সয়ার বুড়িরহাট -বেলতলি মেডিকেল রাস্তার মহিষ খোঁচা বিল এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শিরা জানান, বুড়িরহাট-বেলতলি রাস্তায় মিহগনি গাছে থাকা মৌমাছি বৃহস্পতিবার সকাল থেকে রাস্তা দিয়ে যে পথচারি চলাচল করলেই মৌমাছিরা ঝাঁক বেঁধে নিচে এসে কামড়ে আহত করেন। স্থানীয়রা জানান, আহতেরা উপজেলা বিভিন্ন চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা নিয়েছেন্ এই ঘটনায় পর থেকে পথচারিরা আতস্কের মধ্যে দিয়ে চলাচল করছেন। গুরুত্বর আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন রহিমাপুর খান সাহেবপাড়ার শাকিল সরকার (৪২) জানান, বৃহস্পতিবার সকালে ছেলে নাহিদ (৮) ও মেয়ে নামিয়া জান্নাত (৩) নিয়ে বুড়িরহাটি থেকে রহিমাপুর যাওয়ার পথে মহিশ খোচা এলাকায় পৌচ্ছালে এক ঝাঁক মৌমাছি আমার ও আমার ছেলের শরীরের বিভিন্ন স্থানে কামড় দেয়। ভাগ্যে ভাল আমার মেয়েটিকে কামড় দেয়নি। পরে এলাকার লোকজন আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন উপজেলার হাড়িয়ারকুঠি পাইকপাড়া গ্রামের ভ্যান চালক আব্দুল মতিন জানান, মহিলাসহ ৬জন যাত্রী ভ্যানে নিয়ে বুড়িরহাট হয়ে কিশোরগঞ্জ যাওয়ার পথে ওই এলাকায় পৌচ্ছালে শত শত মৌমাছি আমাকে ও ভ্যানে থাকা যাত্রীদের কামড় দেয়। আমরা সবাই হাসপাতালে ভর্তি হয়েছি। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোঃ আরিফুল ইসলাম জানান, মৌমাছি কামড়ে আহত দুই দিনে প্রায় ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট বলেন, গাছ থেকে মৌচাকটি পুড়িয়ে ফেলা হয়েছে।  

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth