২৫ আশ্বিন, ১৪৩২ - ১১ অক্টোবর, ২০২৫ - 11 October, 2025

বদরগঞ্জে বিষপানে ইউপি সদস্যের মৃত্যু

4 hours ago
15


বদরগঞ্জ (রংপুর)প্রতিনিধি:

রংপুরের বদরগঞ্জ উপজেলায় ইউনুস আলী (৪০) নামে এক ইউপি সদস্য বিষপানে আত্মহত্যার খবর পাওয়া গেছে। শুক্রবার (১০অক্টোবর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

নিহত ইউনুস আলী উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য ছিলেন। তিনি ওই ইউনিয়নের কাঁচাবাড়ি বানিয়াপাড়া গ্রামের মো. মোখলেছ আলীর ছেলে।

জানা যায়, ইউপি সদস্য ইউনুস আলী পরিবার কলহ ও ঋণের জ্বালা অতিষ্ঠ হয়ে গত বৃহস্পতিবার রাতে ধানক্ষেতের কীটনাশক পান করেন। পরে পরিবারের লোকজন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শরিফুল ইসলাম বলেন, গতকাল রাতে ইউপি সদস্য বিষপান করে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল রাতে সুস্থ ছিল, সকালে সুস্থ ছিল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth