২৫ আশ্বিন, ১৪৩২ - ১১ অক্টোবর, ২০২৫ - 11 October, 2025

তারাগঞ্জে মাছ ধরা জাল ছেড়াকে কেন্দ্র করে সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের সাত জন জখম

4 hours ago
14


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে মাছ ধরা জাল ছেড়াকে কেন্দ্র করে একই গ্রামের দুই পরিবারের মধ্যে সংঘর্ষে নারী-পুরুষসহ উভয় পক্ষের সাত জন জখম হয়েছেন। শুক্রবার (১০ অক্টোবার ) দুপুর ১টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের দক্ষিন ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আহত দুইজনের জখম গুরুত্বর হওয়ায় রংপুর মেডিকেল করেজ হাসপাতালে রেফার্ড করা হয় তাদের। স্থাণীয় সূত্রে জানাগেছে, ডাঙ্গাপাড়া ব্রিজের কাছে ক্যানেলে ওই গ্রামের জাহিদুল ইসলাম ও শহিদুল ইসলাম ওরফে ফকির সকালে মাছ ধরা জন্য জাল বসিয়ে রাখেন। দুপুরে শহিদুল ইসলাম তার পানিতে বসানো জ¦াল তুলতে গিয়ে দেখতে পান জ¦াল ছিড়ে ফেলা হয়েছে। এসময় তিনি গাল মন্দ করলে জাহিদুল ইসলামের পরিবারের লোকজনের সঙ্গে বাগবিতাণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় দুই পক্ষের লোকজন বাড়ি থেকে দাঁ, বটি, ছুরি নিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হয়। এতে নারী পুরুষসহ উভয় পক্ষের অত্যন্ত ৭জন জখম হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থাণীয় হাসপাতালে ভর্তি করেন। আহতরা হলেন, শহিদুল ইসলাম ওরফে ফকির (৫২), তার ছেলে সিয়াম হোসেন (১৬), ফকিরের ভাই আনারুল ইসলাম (৪৫),ও আতাউর (৩২)। জাহিদুল ইসলাম (৪৮), তার ছেলে শাকিল (২৮) ও রিয়াদ (২৫) শাকিলের স্ত্রী কামরুনাহার (২০)। সংঘর্ষেও ঘটনায় উভয় পক্ষ থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন। তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মোঃ আরিফুল ইসলাম জানান, আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুত্বর জখমপ্রাপ্ত আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হবে। তারাগঞ্জ থানার ওসি এম এ ফারুক হোসেন জানান, সংঘর্ষের ঘটনাটি কেউ জানায়নি। কেউ অভিযোগও এখন পর্যন্ত করেননি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth