গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের গঙ্গাচড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার নোহালী ইউনিয়নের কচুয়া হিন্দুপাড়া ও চর মিনার বাজার এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৮০টি পরিবারের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেছে উপজেলা জামায়াতে ইসলামী।
জামায়াতে ইসলামীর রংপুর-১ আসনের মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মো. রায়হান সিরাজীর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও সহায়তা সামগ্রী বিতরণে অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. নায়েবুজ্জামান, উপজেলা সেক্রেটারী মাওলানা মো. সাইফুল ইসলাম, শ্রমিক সেক্রেটারী মাওলানা ওবায়দুর রহমান এবং নোহালী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা রফিকুল ইসলাম প্রমুখ।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়ে এমপি প্রার্থী রায়হান সিরাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও সামাজিক দায়িত্ব। আমি সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাই।
পূর্ব কচুয়া এলাকার বাসিন্দা জ্ঞানো চন্দ্র রায় (৬০) জানান, এই কঠিন সময়ে জামায়াত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে সেজন্য আমরা কৃতজ্ঞ।
সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে শুকনো খাবার, নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা নায়েবুজ্জামান জানান, 'ঘূর্ণিঝড়ে অধিকতর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা করছি। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি। পরবর্তীতে আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে।