২৫ আশ্বিন, ১৪৩২ - ১১ অক্টোবর, ২০২৫ - 11 October, 2025

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন সহ ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল

8 hours ago
25


নিজস্ব প্রতিবেদক:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন এবং গণহত্যার বিচারসহ ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর জেলা ও মহানগর শাখার উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রংপুর নগরীর টাউন হল মোড় থেকে গণমিছিলটি শুরু হয়ে সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানি মোড়, গ্র্যান্ড হোটেল মোড় প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান ।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের  সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর সেক্রেটারি কে. এম. আনোয়ারুল হক কাজল, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, আল আমিন হাসান, শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক আবুল হাসেম বাদল, মহানগর সভাপতি অ্যাডভোকেট কাওছার আলী, সেক্রেটারি সাহানত মিয়াসহ বিভিন্ন থানা আমিরগণ।

গণমিছিল শেষে শাপলা চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান বলেন, জুলাই জাতীয় সনদ দেশের রাজনৈতিক সংকট নিরসনে একটি যুগান্তকারী প্রস্তাব। সেই সাথে পিআর পদ্ধতি গণতন্ত্রকে শক্তিশালী করবে এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবে। দেশের প্রতিটি নাগরিকের ভোটের মূল্য যাতে সমানভাবে প্রতিফলিত হয় আমরা সেই দাবি জানাচ্ছি।”

তিনি আরও বলেন, আগামী ফেব্রুয়ারিতেই এই পিআর পদ্ধতির ভিত্তিক নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। জনগণের ভোটে জনগণের সরকার গঠনই আমাদের মূল লক্ষ্য।

গণহত্যা ও রাষ্ট্রীয় দমন-নিপীড়নের বিচার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ সহ দেশের নিরীহ মানুষকে অন্যায়ভাবে হত্যা ও গুম-খুনের যেসব ঘটনা ঘটেছে তার ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। গণহত্যার বিচার ছাড়া দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।

তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের অধিকার, ন্যায়বিচার ও ইসলামনির্ভর সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সবসময় অটল থাকবে।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক এবং মহানগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী।

বক্তারা বলেন, জুলাই সনদে ঘোষিত পিআর পদ্ধতিই ন্যায়ভিত্তিক নির্বাচনের একমাত্র উপায়, যা দেশে স্থিতিশীল রাজনীতি ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় সহায়ক হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth