জনগণের মতামতকে উপেক্ষা করে জনগনের উপর পিআর চাপিয়ে দেয়া যাবে না: ডা, জাহিদ

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি কোন অবস্থাতেই পিআর পদ্ধতিতে নির্বাচনে বিশ্বাসী নয়। কোন অবস্থাতেই জনগনের কথা বলে জনগণের মতামতকে উপেক্ষা করে জনগনের ওপর কোন সিস্টেম (পিআর) চাপিয়ে দিতে পারেন না কেউই। যারা পিপিআর এর কথা বলছেন, তাদেরেকে জনগণের কাছে যাওয়ারও পরামর্শ দিয়েছেন তিনি। অন্যদিকে যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, এনসিপি অন্যের প্রতিকের বিষয়ে যে আপত্তি দিয়েছে তা শোভনীয় নয়।
শূক্রবার ( ১০ অক্টোবর) সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদ্য প্রয়াত জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকুর স্মরণে শোক সভায় এসে এই মন্তব্য করেন তারা। জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে শোক সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও অধ্যাপক আমিনুল ইসলাম, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সিনিয়র যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডনসহ স্থাণীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা তুলে ধরেন প্রয়াত বিএনপি নেতা লাকুর সংগ্রামী ও ত্যাগের রাজনৈতিক ও সামাজিক জীবনের কথা। লাকুর ত্যাগ ও আদর্শকে বিবেচনায় রেখে রাজনীতি করারও আহবান জানান বক্তারা।
শোক সভায় অংশ নিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে ডা. জাহিদ বলেন, ‘ কোন অবস্থাতেই আমরা জাতীয়তাবাদি দল পিআর পদ্ধতিতে বিশ্বাসী নয়। যারা আজকে পিআর এর কথা বলছেন। তারা জনগনের কাছে যান। জনগণ যেটা গ্রহন করবে সেটা হবে। জনগণের কথা বলে আপনি কোন সিস্টেম জনগণের ওপর চাপিয়ে দিতে পারেন না। জনগণের মতামতকে উপেক্ষা করে। ‘
ডা. জাহিদ আরও বলেন, ‘জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন দেয়ার যখন সময় আসবে। তখন বিএনপির পার্লামেন্টারী বোর্ড যথাসময়ে দলীয় মনোয়ন দিবে। এটি নিয়ে তারাহুরা করার কিছু নেই। অথবা মনে করার কারণ নাই দলীয় মনোনয়ন দেয়ার প্রক্রিয়া অব্যাহত রাখেন নাই। বিএনপি একটি বড় রাজনৈতিক দল। এর হাজার হাজার প্রার্থী আছে। বিএনপি দলীয় মনোনয়নের বিষেয়ে তার কার্যক্রম অব্যাহত রেখেছে। ‘
ডা. জাহিদ বলেন, ‘নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করবে। তার আগে বা পরে যথাযথ সময়ে যখন দল ভালো মনে করবে তখনই দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল তারেক রহমানের নেতৃত্বে সে অনুযায়ী দলীয় প্রার্থী অথবা আরও যাদেরকে দলের সাথে নিলে আগামী দিনে জাতীয় নির্বাচচনে আগামীর বাংলাদেশ গড়া যায়, তাদেরকে প্রার্থী ঘোষণা করা হবে।
শোক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে যুগ্ম মহাসচিব সোহেল বলেন, ‘ তারা (এনসিপি) তাদরে প্রতিকের জন্য দাবি জানাতে পারে। অন্য প্রতিক নিয়ে যে প্রতিক বছরের পর বছর রয়েগেছে। ইতোপূর্বে বিভিন্ন নির্বাচনে যে প্রতিকে ভোট হয়েছে। জনগন ভোট দিয়েছে। সে প্রতিক নিয়ে তারা যে অবজেকশন দিয়েছে। সেটা খুব একটা ভালো দেখাচ্ছে না। মানুষও ভালোভাবে গ্রহন করছে না। তারা তাদের দাবি জানাতেই পারে। তাদের দাবি মানবে কিনা সেটা ইলেকশন কমিশনের ব্যপার। সে বিষয়ে আমি কথা বলতে চাই না। অন্য প্রতিক নিয়ে অবজেকশন দেয়াটা ঠিক নয়। এটা শোভন নয়।'
এর আগে নেতৃবৃন্দ নগরীর নুরপুরে প্রয়াত বিএনপি নেতা আনিছুর রহমান লাকুর কবর জিয়ারত শেষে পরিবারের লোকজনের সাথে দেখা করেন ও তাদের খোঁজ খবর নেন।
৮ অক্টোবর ঢাকা থেকে সম্মেলনের দাওয়াত দিয়ে রংপুর ফেরার পথে হৃদেরোগে আক্রান্ত হয়ে বগুড়ার শেরপুরে ইন্তেকাল করেন জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু। ২০১৩ সালে তাকে গুম করে জয়পুরহাটে নেয়া হয়েছিল। এছাড়াও তিনি মিথ্যামামলায় কারাবন্দি ছিলেন। অসংখ্য মামলা হয়েছিল ফ্যাসিবাদি আমলে। স্বজ্জন রাজনীতিবিদ হিসেবে তার সুখ্যাতি ছিল রংপুর অঞ্চলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।