২৮ আশ্বিন, ১৪৩২ - ১৩ অক্টোবর, ২০২৫ - 13 October, 2025

তারাগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত-৫

4 hours ago
32


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুর-দিনাজপুর মহাসড়কে যাত্রীবাহী ভি আইপি বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) রাত ১১টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার জিগারতলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাইভেটকারের চালক ও যাত্রীবাহি বাসের ৫জন আহত হলে স্থানীয় লোকজন তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। একই সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায় ও নাইটকোচ সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী মামুন জানান, রাত ১১টার দিকে দিনাজপুর থেকে রংপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা ভিআইপি যাত্রীবাহি বাস ও রংপুর থেকে সৈযদপুরগামী একটি প্রাইভেটকার তারাগঞ্জ উপজেলার জিগারতলা ব্রিজ নামকস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসে নিচে ঢুকে যায় প্রাইভেটকার। সঙ্গে সঙ্গে প্রাইভেটকার দুমড়েমুচড়ে যায়। তারাগঞ্জ হাইওয়ে থানার এস আই বজলুর রহমান জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাস ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। 

  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth