রাজারহাটে লাইটহাউজের উদ্যোগে রিপোর্ট নাউ বিডি এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সহিত রিপোর্ট নাউ বিডি’র এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় রাজারহাট উপজেলা প্রশাসন ও লাইটহাউজের আয়োজনে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত রিপোর্ট নাউ বিডি নিয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। এছাড়া লাইট হাউজের প্রকল্প সমন্বয়কারী মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, রাজারহাট থানার অফিসার ইনচার্জ নাজমুল আলম লিংকন, লাইট হাউজের উপ-পরিচালক মোঃ সাদিক আল হায়াত, উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাড: শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা কফিল উদ্দিন, রাজারহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমূখ। বক্তারা দূর্যোগকালীন সময়ে লাইট হাউজ এর রিপোর্ট নাউ বিডি ওয়েব সাইটের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, বন্যাসহ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় রিপোর্ট নাউ বিডি আমাদের সব দিক দিয়ে কাজে আসতে পারে। কারণ রিপোর্ট নাউ বিডি’র সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবকগণ কোথায় কি সমস্যা ঘটতে পারে বা হচ্ছে সে সম্পর্কে আগেই তথ্য সরবরাহ করতে পারবে। সে সব সূত্র ধরেই প্রশাসন সজাগ হয়ে দূর্যোগ এলাকায় কাজ করতে পারে।