৮ কার্তিক, ১৪৩২ - ২৩ অক্টোবর, ২০২৫ - 23 October, 2025

তারাগঞ্জে বাসের চাপায় পিষ্ট হয়ে অটোচালক নিহত

1 day ago
152


তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জে বাসের চাপায় মোতালেব হোসেন নামের একজন অটো চালক নিহত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) সকাল ৬টায় রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আটোচালক নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার উল্টর বাজার বাহাগিলী মুন্সিপাড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে। স্থাণীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, বুধবার সকাল ৬ টার দিকে আটোচালক মোতালেব হোসেন ঢাকা থেকে আশা যাত্রী তোলার অপেক্ষায় অটো নিয়ে দাঁড়িয়ে ছিলেন ইকরচালি বাজারে। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা মুরাদ এন্টারপ্রাইজ কোচ নিয়ন্ত্রন হারিয়ে অটো চালক মোতালেব হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়। তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে গেলেও বাসটি হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এছাড়া নিহতের মোতালেবের লাশ পরিবারের কাছে হস্তাস্তরের ব্যবস্থা করা হচ্ছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth