শিক্ষকদের কর্মবিরতী প্রত্যাহার পাঠদান শুরু, খুশি শিক্ষার্থীরা

হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবীর প্রেক্ষিতে সরকার বাড়িভাড়া ভাতা ১৫ ভাগ করায় আন্দোলন কর্মসুচী প্রত্যাহার করে বিদ্যালয়ে পাঠদানে ফিরেছেন শিক্ষকরা। এতে করে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্লাস শুরু হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল থেকেই বাংলাহিলি পাইলটস্কুল আ্যন্ড কলেজের শিক্ষকরা স্কুলে এসে স্ব স্ব ক্লাসে পাঠদান শুরু করেছেন। এতে করে ৯দিন বন্ধের পর আবারো স্কুলে ক্লাস শুরু হওয়ায় দারুন খুশি শিক্ষার্থীরা। স্কুল খোলার সিন্ধান্তের খবরে সকাল থেকেই শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসেন। তবে অনেকেই সিন্ধান্তের বিষয়টি না জানায় প্রথমদিন তাদের উপস্থিতি কিছুটা কম লক্ষ্য করা গেছে। এদিকে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে নিয়মিত ক্লাসের পাশাপাশি শনিবার বিদ্যালয়ে ক্লাস নেওয়া হবে।
প্রসঙ্গত মুলবেতনের ২০ভাগ বাড়িভাড়া ভাতা বৃদ্ধিসহ তিনদফা দাবীতে আন্দোলন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।