৮ কার্তিক, ১৪৩২ - ২৩ অক্টোবর, ২০২৫ - 23 October, 2025

পাটগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

1 day ago
76


পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

অল্প বয়সে বিয়ে, গর্ভধারণ ও অকাল মৃত্যু নয় শিক্ষিত, স্বনির্ভর, সুখী জীবন যেনো হয়  এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে  লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলার জননী প্রকল্পের উদ্যোগে সরকারি জসমুূূদ্দীন কাজী আব্দুল গনি কলেজে বাল্যবিবাহ প্রতিরোধে প্রচারনামুলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ সকাল ১১ টায় ২২ অক্টোবর রোজ বুধবার  সরকারি জসমুদ্দীন কাজী আব্দুল গনি কলেজ মাঠে  koica এর অর্থায়নে save the children এর কারিগরি সহায়তায় RDRS দ্বারা বাস্তবায়িত জননী প্রকল্প বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা মাতৃ ও নবজাতক মৃত্যুর  কমানো অর্জনের জন্য রংপুর বিভাগের লালমনিরহাট জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পটির মুল লক্ষ্য হচ্ছে রংপুর বিভাগে মাতৃ মৃত্যু কমানো ও বাল্য বিবাহ রোধকল্পে সামাজিক ভাবে  প্রচার করে যাচ্ছে।

অনুষ্ঠানে সরকারি জ.কা. আ.গণি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর  রহমানের  সভাপতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মোর্শেদ কামাল , পরিচালক, পরিবার পরিকল্পনা বিভাগ, রংপুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরাসূুক ভূঁইয়া, প্রকল্প সমন্বয়কারী জননী আইডিআরএস বাংলাদেশ।

সৈয়দা জামিলা সিদ্দিকা, টেকনিক্যাল স্পেশালিস্ট সেভ দ্য চিলড্রেন।

মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, পাটগ্রাম থানা।

মোঃ আব্দুল মজিদ চেয়ারম্যান, কুর্শা ইউনিয়ন, কাউনিয়া।

মোঃ আব্দুস সালাম আজাদ, চেয়ারম্যান, কান্দি ইউনিয়ন, পীরগাছা। 

মোঃ খুরশিদুল ইসলাম, জেলা সমন্বযকারী,জননী প্রকল্প,

মোঃ নাজমুল হুদা ডাকুয়া, অফিসার গভর্মেন্ট রিলেশন  এন্ড কমিউনিটি মবিলাইজেশন, জননী প্রকল্প। বিশ্বনাথ শর্মা অফিসার ক্যাপাসিটি বিল্ডিং এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক চেয়ারম্যান সাংবাদিক ও শিক্ষার্থীবৃন্দ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth