৮ কার্তিক, ১৪৩২ - ২৩ অক্টোবর, ২০২৫ - 23 October, 2025

চিলমারীতে ৯ মাস ধরে ভাতা বন্ধ, অসহায় গোলাপির দিন কাটে অভাবে

1 day ago
46


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:

কুড়িগ্রামের চিলমারীতে ৯ মাস ধরে বিধবা ভাতা বন্ধ থাকায় চরম দুঃখ-কষ্টে দিন কাটছে মোছা. গোলাপি বেগম (৫০)। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চরুয়াপাড়া পাটোয়ারী এলাকার মৃত জেলাল উদ্দিনের স্ত্রী। তার বিধবা ভাতার কার্ড নম্বর ১৫৪৩।

গোলাপি বেগম জানান, ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে সরকার প্রদত্ত বিধবা ভাতা পেয়ে আসছিলেন তিনি। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের পর থেকে হঠাৎই ভাতা বন্ধ হয়ে যায়। এতে তিনি তিন দফায় প্রায় সাড়ে চার হাজার টাকার ভাতা থেকে বঞ্চিত হয়েছেন।

ভাতা বন্ধ হওয়ায় নিদারুণ আর্থিক সংকটে পড়েছেন এই অসহায় নারী। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এই ভাতা দিয়া মুই কোনো রকম করি চলি। এহন ভাতা বন্ধ কইরা দিছে, মুই খুব কষ্টে আছি।’

স্থানীয়দের অভিযোগ, সমাজসেবা অফিসের তালিকা হালনাগাদের সময় অনেক প্রকৃত সুবিধাভোগীর নাম বাদ পড়ে যায়, আবার কেউ কেউ ঘুষের বিনিময়ে নতুন করে অন্তর্ভুক্ত হন। এতে প্রকৃত অসহায়দের বঞ্চিত হতে হয়।

চিলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান বলেন, ‘লাইভ ভেরিফিকেশনে উপস্থিত না থাকায় গোলাপি বেগমের ভাতা সাময়িকভাবে বন্ধ ছিল। বিষয়টি যাচাই করে দেখা হয়েছে। আগামী মাস থেকেই তিনি নিয়মিত ভাতা পাবেন।’

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth