পীরগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ হারাল ২জন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে ইট বোঝাই বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় নারীসহ প্রাণ হারিয়েছে ২ জন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পৌরসভার জামতলা-গুলশান সড়কের জামতলা কলারহাটে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, পিয়ারি বেগম তার স্বামী দুলা মিয়ার ব্যাটারী চালিত চার্জার ভ্যানে করে পারিবারিক কাজে পীরগঞ্জ বাজারে আসছিলেন। পথিমধ্যে জামতলা কলারহাটে ছ’মিলের সামনে পৌছালে একটি ইটবোঝাই ট্রাক্টর চার্জার ভ্যানের পিছনে সজোড়ে ধাক্কা দিলে ভ্যান থেকে ছিটকে পড়েন পিয়ারী বেগম।
এসময় তার মাথার উপর দিয়ে ট্রাক্টরের চাকা চলে যায়্ এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। গুরুতর আহত অবস্থায় অপর পথচারীকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন উপজেলার গঙ্গারামপুর গ্রামের দুলা মিয়ার স্ত্রী পিয়ারি বেগম (৬০) আপর অপর জন গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহাদীপুর গ্রামের সোলাইমান (৭০)।নিহত সোলাইমান দীর্ঘদিন থেকে পীরগঞ্জের জামতলায় ভাড়া থাকতেন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পিয়ারী বেগমের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর ঘাতক ট্র্যাক্টরসহ চালক দ্রুত সটকে পরে।
স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া ট্র্যাক্টরের কারণে সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসী দ্রুত এসব যানবাহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপে গ্রহনের দাবি জানিয়েছেন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক আইনে মামলা প্রক্রিয়াধীন।