রাজারহাটে ইএসডিও’র সীড্স কর্মসূচী সম্পর্কিত আলোচনা সভা অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, রাজারহাট(কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)'র বাস্তবায়নে “মর্যাদাপূর্ণ ও স্থায়ীত্বশীল আর্থ-সামাজিক ক্ষমতায়ন (সীড্স)”কর্মসূচি সম্পর্কিত মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(২৩অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরীফ আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান।
অন্যনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা একেএম তাজিবুর রহমান, মোঃ আশরাফুজ্জামান, মোঃ জাহিদুল ইসলাম ফারুক, হৃদয় কৃষ্ণ বর্মন ও প্রেসক্লাব রাজারহাট এর সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত এবং প্রকল্পের নির্বাচিত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ সহ ইএসডিও সীড্স প্রকল্পের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি মো.আল ইমরানসহ অতিথিবৃন্দ ইএসডিও'র সীডস কর্মসূচির প্রশংসা করে ইতিবাচক মন্তব্য করেন এবং কর্মসূচি বাস্তবায়নে সার্বিক সহযোগীতা ব্যক্ত করেন। সভায় ইএসডিও'র সীড্স কর্মসূচী সম্পর্কিত বিভিন্ন বিষয় সমূহের উপর বিস্তারিত আলোচনা করা হয়।
উল্লেখ্য, ইএসডিও'র বাস্তবায়নে সীড্স কর্মসূচীটি কুড়িগ্রাম জেলার রাজারহাট, উলিপুর ও চিলমারী উপজেলায় ৩২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ কর্ম এলাকায় বিভিন্ন কার্যক্রম ৫ বছর অর্থাৎ আগামি ২০২৮ সাল পর্যন্ত কাজ করবে। এছাড়া রাজারহাট উপজেলায় ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীডস কর্মসূচীর আওতায় ইএসডিও সফলতার সাথে কার্যক্রম বাস্তবায়ন করছেন বলে সীডস প্রকল্পের রাজারহাট উপজেলা ম্যানেজার অহিদুজ্জামান সেতু জানান।